এই রোজকারের জীবনতো তোমার ছিল না
এই আধূনিকতার ফাঁদ, এই মেকি ঝলমলে নগর সভ্যতার মোহ
যান্ত্রিকতার টানেই তো শেকড় ছিড়ে এসেছো- গাঁয়ের কাতরতায় ভ্রক্ষেপ করোনি।
দেখোনি তোমার বিরহে কত রাত গায়ের সবুজ জমিন ভিজেছিলো
অনুভব করোনি হু হু হাওয়ায় কার বিচ্ছেদ সুর করুন হয়ে বেজেছিল..


আজ তুমি চাইলেও পারবেনা যেতে
অভিমানী গায়ের অভিশাপ লেগেছে তোমার গায়
এই পিচঢালা, ইটের জঞ্জালে তোমার দৃষ্টি বারবার আহত হবে
তোমার যত মিষ্টি স্বপ্ন ভেঙে যাবে কর্কশ সাইরেনে--
অভিশপ্ত নাগরিক জীবনে যান্ত্রিক আবেশে তুমি ঘুমাও তুমি জাগো
পাখির কাকলি তোমার নয়!


সমুদ্দুর তেমনি আছে, মুক্ত আকাশ, দিগন্তের সীমা
মুক্ত পাখি, মুক্ত হাওয়া.. সবই দেখো সেই চিরচেনা
আগের মতোই- কোন বদল নেই
শুধু বদলে গেছো তুমি-
এখনো বাবুই তেমনি বাতাসী দোলনায় স-ঘরে দোল খায়
শাপলা ঝিলে মাছরাঙা ডুব দেয়
একপায় ধ্যানী কানিবগ ঠায় দাড়িয়ে
কিচ্ছুটি বদলায়নি- স্রেফ বদলেছো তুমি


যতই কর্পোরেট ছুটি ছুটি খেলায় নিজেকে প্রবোধ দাও
সেলফি আর ষ্ট্যাটাসে প্রকৃতি প্রেমিক সাজার বাহারী চেষ্টা করো..
তুমি তাদের আর পাবে না। অমন করে । আপন করে।
কক্ষনো না -
প্রকৃতিতো শুধূ প্রেমেই ধরা দেয়
তুমি যে বস্তু প্রেমে মাতাল - প্রকৃতি তাই অধরা।