কবি পরজন্মে পূজিবাদী হয়ে গেলে
ষ্ট্যানো- বনলতা তারে পেয়েও হারায়
স্মৃতি বড় নিষ্ঠুর এক চোখ খুলে
অন্য চোখে দেয় অন্ধকার!


প্রিয় সে বনলতা
বেবিলন থেকে বর্তমান
দাসী হয়েই রয়ে গেলো
শত নামে রুপ বদলের শত ধারায়!


কেন এমন হয়?



শূন্যতাতেই সৃষ্টি বিকশিত হয়!?
নইলে প্রভূ কেন বলেন-
আমি একা ছিলাম, (তানহা তানহা শূন্যতা)-
প্রকাশ বাসনায়- জগত সৃজিলাম!
সেই শূন্যতাই কি বহন করি
জেনেটিক শেকলবদ্ধতায় অন্তহীন!


শূন্যতায় আসে গান, কবিতা,
সেই চির-মিলনের আকুতি,
প্রেমের রুপ, রস,গন্ধ, মধূরতা
সবইতো বিরহের সে পথ বেয়ে
চাতকের আকুতি
এক ফোটা জলের অনন্ত আজন্ম তৃষ্ণা ~~~