গ্যালাক্সির মহা ময়দানে তারকারা ছিল খেলনা তোমার
বাসনার গন্ধ'অমে 'রত্বের র খসে গেলে
ক্ষুদ্র হতে হতে শূন্যে নেমে গেল আদম হাওয়া
আকাশ হয়ে গেল শূন্য যাত্রার নি:সীম গন্তব্য।


আকাশ জমিনের প্রেম তেমনি ছিল
শূন্যতা সৃষ্টির বাসনায় বেড়ে গেল দূরত্ব
ঝুম বৃষ্টির প্রেমকামনায় তাই ছুঁয়ে থাকে একে অন্য
হোকনা ক্ষনিকের তাইবা কম কি!


রুপ, রস গন্ধে মাতাল মন খূঁজে ফেরে হারানো ঐশ্বর্য
সৃষ্টির পরতে পরতে মিশে থাকা অনু পরমানু হয়ে
ছড়িয়ে পড়া মূলাধারে - মূলের ঘ্রানে পায় আশ্বাস
হারানো বাগান পুন:সৃজনে।


বুদ্ধের বোদী সত্ত্বে মোহাম্মদী হেরাসাধনে
কৃষ্ণের লিলায় লালনের সহজীয়ায়
সম্বিত ফেরা আত্মা আকুল ডুকরে কাঁদে
জন্মচক্রের অন্তহীন বুহ্যে -মুক্তির পথ মিলায় মহা শূন্যতায়~~
অবস্তুর বস্তুবাদীতায় বস্তুর পরিচয়হারা
শূন্যতায় ভিত্তি; জন্মদেয় অন্তহীন শূন্যাভবের
আত্মার রুপ,রস গন্ধে ধনবান-সন্ত
মুক্তির মহাপথ পারি দেয় পলকে
লক্ষ কোটি আলোকবর্ষ এক লহমায়।