সময়ের বয়ে চলা বেড়াল পায়, নি:শব্দ
রংয়ের ভিন্নতা চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দেয়
পেরিয়েছে অনেক সময়।
স্মৃতিরা ব্যথাতুর করে মন - সবুজ ভাবনা গুলো
ধুসর হয়ে আসে- হারায় দিন গোধূলিতে ।


একদিন সবই রবে- এই চন্দ্রসূর্য, আলো -হাওয়া
এই জীবনের চাঞ্চল্য, স্বপ্ন, সূখ, প্রেম, কাম
মান-অভিমান, অধিকার, অহংকার, বাঁচার সাধ
আমার আমার করা আর্তচিৎকার..অথচ সবই অধিকারহীন
নিজেরবাড়ী,দেয়ালে যত্নে ঝোলানো পেইন্টিং,
বাধাই হাস্যজ্জল ছবি, কবিতার পাতা, প্রিয় আংটি
ব্লগ, ফেসবুক; তোমার সরব নীরব প্রেম!


সবই কি মিছে খেলা? স্বপ্নের মতো কোন মোহাবিষ্টতা!
কম্পুগেমের চরিত্র, দূরনিয়ন্ত্রিন কোন খেলোয়ারের খেলার উপকরণ!
আসা-যাওয়া আগম নিগম সবই যেন অন্য কার ইচ্ছে!
এই যে তোমাকে নিয়ে জন্মান্তরের ভাবনা
এই যে শূন্যতা হাহাকার
তোমাকে পেয়ে হারানো বা হারিয়ে পাবার


বাসন্তি সাঁঝে কিংবা অঝোর বর্ষা রাতে
তোমাকে পাশে পাবার অমর আকাঙ্খা~~
সবই কি বিভ্রম?
মহাজাগতিক মহাচ্ছন্নতা!!!!!!