নিভু নিভু সূরুজের ম্লান লাল আলোয়
ব্যাথাতুর চোখে সকরুন চয়ে রই
একি বাঁধন, একি হৃদয় ছেড়া টান
কত আহ্লাদ, কত অভিমান, দাড়ের টানে
বুকে বাজে ঝপাৎ ঝপাৎ হারানোর ব্যাথা
যাচ্ছ-যাও; এসো জলদি ফিরে, থাকব চেয়ে পথের পরে।


ঝিকিমিকি জলে চোখ ধাঁধিয়ে যায়
কড়া রোদে কুঁচকে আসা চোখ
লাল শাড়ী দেখেই চমকে ওঠে মন_
ওই বুঝি এলে তুমি
সুজন বাধিয়ার ঘাটে
এপার ওপার করে-মন আনমনা দিনমান ।


কত সখি যায় পেরিয়ে _সূজনের হাত ধরে
লাজুক বধূটির ঘোমটার আড়ালে- প্রেম নয়ন ভরে,
রুমালে ঢাকা মূখে যেন ভরা রোদেও জোছনা ঝরে
সকলেই আসে সকলেই যায়
আপনাপন নীড়ে - তুমি প্রিয় কোথা গেলে?
একা আমি ঘাটে পড়ে!


বাসনা সাবান রেখেছি কিনে
স্নো, আলতা পাউডার, লাল শাড়ী আর রেশমি চুড়ি
ছিল বায়না তোমার। মেলা ভেঙ্গে যায় তবু আসোনা ফিরে!
দিনমান খেটে রাতেও ফিরিনা-শুইযে নায়ের পরে
যদি চলে যাও কোন এক ফাঁকে দেখব কেমনে তোমারে?
আয়রে সখি- বান ডেকেছে প্রেমে; বসে প্রেমের পান্সী লয়ে
প্রেম কাটালে জোয়ারের জলে মন থইথই করে।।