আমায় দেয়া তোমার জান্নাতখানি
যে নিয়ামতে রেখেছো জড়িয়ে,
নিকষ কালোরাতে কাঁপে পাণি-
তোমার দোয়ারে নীরব বাড়িয়ে।


সেই সে তোমার নিয়ামত দিয়ে
পাঠালে যত জান্নাত ভবে,
অবশেষে সব ক'টা গেলে নিয়ে,
আমার জান্নাতের কি তাই হবে?


এক ভাগ্য-রজনীর তামাম আঁধারে
হাত পেতে পাওয়া উপহার,
পারবনা মাবুদ ফিরিয়ে দিতে তোমারে
যদিও থাকে অসহ্য দুষ্সমহার।


তিন বছরের দাগ ছুঁই ছুঁই করে
আমার আবেগী-মায়া
হাত পাতি তোমার দয়ার ঘরে
উঠিয়ে নাও যত কালোছায়া।


পূর্ণ করা এ শীতল হৃদয় তুমি
করিওনা নির্মম শূন্য
তোমার জান্নাতে জিতুক মনের ভূমি
বিনিময় জীবনের যত পুণ্য।