এখানে রাত নয়,ঘুটঘুটে অন্ধকার নয়,
মস্তিষ্কে কোনো পোকার উপদ্রপ নয়।
যেনো অপরাধ বোধ, শান্তি নয়,
অস্থিরতা নয় , আবেগ নয়।
দংশিত মনের খোদ, বিবেকে জন্ম লয়।।


কবিতা গুলি জর্জরিত,অদ্ভুত  স্বপনে।
ছন্দের অভিব্যক্তি নিষ্পোষিত, নিরুদ্দেশের পানে।
কবির অসুখ রাগান্বিত, অপরাধী মনে,
লোকচক্ষুর অন্তরালে চিত্ত, বিবেক দংশনে।।


বিষন্নতায় জীবনভরা, ছন্নছাড়া মন,
খুঁজেও তাকে হারিয়ে ফেলা,ভিড়ে সারাক্ষণ ।
বিষন্ন এক বিকেলবেলা,বিদায় সুরে গান।
কবির মাঝে অপরাধেরা,গর্জে সানা সান।।


জন্মের প্রাপ্য নিরঙ্কুশজ্ঞান,বিজ্ঞান - শাস্ত্র,
প্রতিভার পুনশ্চ কবি ,শাস্ত্র দর্শনে পরাস্ত্র।
বিবেকের কষাঘাতে শ্বাস, অস্থিরতার পাত্র।
অতল নিষেধে ডুবতে একাকী,একাতেই  অভ্যস্ত।।


(08/01/2022)