জপমালার ১০৯তম  গুরুগুটিকার মতো
আমি একাকিত্বে রয়ে বেহিসাবি যন্ত্রনায়  ,
নিজের কাছের মানুষ গুলো থেকে বঞ্চিত
হতে হতে দিন শেষে  মৃত্যুর অপেক্ষায় ,
একঘরে হয়ে আশাহীন  অপরাজিত
একাকিত্বে রাত জেগে অতীতকে আগলেছি।
বিশ্বাস করো ,নির্জনে চোখ বন্ধ করে মননের  
অন্ধকার ভেদি তীব্র জ্যোতিপ্রভ আলোকবিন্দু,
যখন বিবেক দংশন প্রশ্নকর্তার সমীপ আতঙ্ক,
আমি তখন  তোমাদের শিক্ষা দীক্ষা আদর্শের
জরায়ুছিন্ন একাকি ভদ্র সমাজের কলঙ্ক।।
অলীক কল্পে বিন্দু বিন্দু  সমালোচনা সিন্ধু
আমাকে বধির করেছে,তাই মৌনতা খুঁজেছি।।
মনের এই মানসিকতা গুলো তোমাদের এত জঘন্য।
বিপ্রতীপ আত্মসত্তা, আমার সপ্নের ফেরিওয়ারা কে করেছে বিষন্ন।।
আমি একা হয়েছি ,একা থাকতে চেয়েছি ।
আমি অভিশাপ নিয়ে বদনামের দার থেকে
একাকিত্ব কে আপন করেছি।।


তোমাদের ওই অন্ধকারের ছায়া পরা মনে  
অনাদর ফলকে স্মৃতির পসরা আমার আমিত্বে ;কষ্ট হানে বুকে,শক্ত ভাবে দাঁতে দাঁত চেপে,কান বন্ধ করে
মুঠো হাতে ,আকস্মিক শিরায় টান ধরা পায়ে ,
হামাগুড়ি দিয়ে, বাবলা কাঁটায় নিশ্বাস বন্ধ করে,
           যানজট আটকে নিয়ে ,
ছুটেছি একাকিত্বে ,  পাথর চাপা দেবো বলে ।
তখনও তুমি একটা কল করো নি,খুঁজতে যাও নি আমায় ।
কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে দীর্ঘ পথ হেঁটেছি মৃত্যুকে আলিঙ্গন করবো বলে ।।
নিঝুম রাতে আষ্টেপৃষ্ঠে ছবির ক্যানভাসে
বার বার কেউ বলেছে "আমাকে জীবনের সঙ্গী করো তোমার জীবন পাতায়"।
আমি স্নেহ মায়া মমতা টান কিছুই ভুলি নি ।
আমার আপনার মাঝেও সেই সকল আরো আপন, একলা হয়ে বড্ড কাঁদায় ।।


বিশ্বাস করো আমি নিষ্ঠুর নই ,তবে আঘাতের   ভীরু যাত্রী।
হেথায়  আমি পাপী,অনাসৃষ্টিকারি বিশ্বাসঘাতক ও  নেচ্ছা ।
শুনতে হয়েছে  এমন কোনো কথা রাস্তায়
আড়ালেও চলে চায়ের দোকানে কেচ্ছা ।।
শুনেছি এমন আপনার মুখে " সুখ কেড়ে নেওয়া ভাতৃ "।
আঘাতে মরা কলঙ্ক আমি একাকিত্বের যাত্রী।।


প্রতিদিনের সন্ধ্যা-সকাল  মনে পড়ে তোমার  কথা।
ইচ্ছা যেন ছুটে গিয়ে জড়িয়ে ধরে দিহ কোলে মাথা,  
ভ্রমের মত চরকা কেটে জেগে যায় অলীক দ্বিধা ।  
ঘুনে ধরা জীবনখানা হতাশ হয়ে,বিষন্নতা
মায়ার বাঁধন ক্ষুন্ন কিসে ,হতাশ লাগে গোলক ধাঁধা।।


"Smile and the world laughs with you, snores and you sleep alone".


এখন একলা সুখে , নিতান্ত মানুষ রূপে  চাতকের মতো বলে ওঠি না একটু বৃষ্টি দাও।
বরং বলি হে ভগবান আমায় তুমি মৃত্যু দাও
আমি একাকিত্বের নির্ঝর নৈঃশব্দ্য নিরব যন্ত্রণার আঁধার সাক্ষী হতে হতে ক্লান্ত হয়েছি ,
এবার আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। একাকিত্বের মৃত্যু দাও।।



~~~বিদ্যুৎ বরণ বারিক


২৫/০৬০/২৩ রাত দুটো