অমিত্রাখর ছন্দময় জীবনের
সুখ দুঃখ আজ হারিয়ে যাওয়া বিষাদ খেলা।
কষ্ট গুলো সব কাব্যের দেশে  
ঝাপসা চিঠির   বিকেল বেলা।
মানুষ গুলে বদলে গেছে স্মৃতির পাতায় -
চিলেকোঠায়।
মল্লার মেঘ সে কোন কালে
নিঃসঙ্গতার বন্দিশালায়।
আবেগ বিহীন নিউরোনহীন
হারিয়ে যাওয়া ইটের ভাটায়।
কি নিদারুণ ছিন্ন বাঁধন,
বিহঙ্গ মুক্ত  বেহাগ এখন ।