টাকা কামিয়েছি, গাড়ি নামিয়েছি,  
সীমাহীন বিলাসিতা
পূজেছি গ্রন্থ রকমারি ফুলে,
খুলেও দেখিনি গীতা
বিপ্লব আনি স্বার্থের লোভে,
অর্থের মায়াজালে
অর্থ খুঁজিনি মন্দিরে লেখা
দেওয়ালের প্রতি গালে।
মহাভারতের এপিসোড দেখি,
কৃষ্ণের বাণী খাইনি
কৈলাশ খোঁজে টিকিট কেটেছি,
মোক্ষের খোঁজে যাইনি।।


বুদ্ধের নামে আহামরি করি,
বুদ্ধের বাণী পড়ি না
গ্রন্থ দৌড়ে ত্রিপিটক রাখি,
বই ভেবে কভু ধরি না
শুচি দর্শন, ধর্ষন হয়,
গিয়াৎসো শরণার্থী!
মার্গের খোঁজ বিন্দু করিনি,
আমি বুদ্ধের প্রার্থী?
পূর্ণতা খোঁজে তীর্থযাত্রা,
শূন্যতা পানে চাইনি
সারনাথ হতে বোধগয়া ছুটি,
মোক্ষের খোঁজে যাইনি।।


সম্পদ লোভে মিথ্যায় বেচি
প্রতিযোগিতার হাটে
মন বিহঙ্গ হিংসা আঁকড়ে
লালসার পাছা চাঁটে
কল্পসূত্র গল্পের গাছে,
মহাবীর ঘর ছাড়া
মানবিকতার খুন করি রোজ,
লক্ষ্যের খুব তাড়া।
উন্নতি লোভে নিরামিষ খাই,
দ্বাদশঅঙ্গ খাইনি
মেহরাউলির হাওয়া পরিচিত,
মোক্ষের খোঁজে যাইনি।।


দেখেছি পাহাড়, নদী, পর্বত,
গিরিখাত, মরুভূমি
দেখিনি কভুও কোনো স্বপ্নতে
কয়েক বিন্দু 'তুমি'
প্রত্যাশা রোগে বুদ্ধি বিনাশ,
ভাইরাস ভরা মনে
অহংকারের শিকার হয়েছি,
কড়া নেশা নিউরোনে।
দ্বারে দ্বারে ফিরি সেবকের বেশে,
সেবায়েত হতে চাইনি
প্রণামী বাক্সে চাঁদা মিটিয়েছি,
মোক্ষের খোঁজে যাইনি।।