তোমায় যেদিন দেখেছিলেম,তখন আমি ষষ্ঠ শ্রেণী ।
হরিণ নয়না কাজল টেনে,বাঁধতে ছিলে সাধের বেনী।।
তখন তুমি অন্য সাজে , পেখম মেলে মনমোহিনী  ।
হাত ধরিনি ব্যাকুলতায়,এমন করে আসবে জানি ।।


দুচোখ ভরে মুগ্ধ হয়ে,তাকিয়ে ছিলেম তোমার দিকে ।
আকাশ কালো জ্যোৎস্না রাতে,স্বপ্নটাও হয়নি ফিকে ।।
দোলা দিয়ে নীল আকাশে,তোমার রূপে মেঘ ভিজিয়ে ।
বসন্তের কোকিল সুরে,মন মজেছে তোমার পেয়ে ।।


শেখালে তুমি বাসতে ভালো,নতুন করে জাগিয়ে প্রাণ ।।
প্রাণের মাঝে ভালোবাসা দুই প্রানেতে অফুরান ।।
নতুন করে চলতে পথে,হাত ধরে এই পারাপার ।
মেলে ধরতে নিজেকে,ভাবিনি কখনো পাবো আর ।।


তোমার চোখে চেয়ে রয়ে হারিয়ে খুঁজি মোর ঠিকানা।
নতুন করে কিস কিংবা চকলেট ডে ঠিকনা।
হৃদিরঞ্জন প্রেমিকা তুমি,গোলাপ কিসের দরকার ।
তোমার আমার ভালোবাসা,প্রতিদিনের আবিষ্কার ।।
তাই ,ভালোবাসা উৎযাপন জীবনে হোক বার বার।।


দরকার শুধু তোমাকে আমার ,আরো অনেক বেশি ।
তুমি আমার নিবিষ্টতায়  আনন্দ রাশি রাশি ।।
তুমি আমার সমুদ্রতে উষ্ণ শীতল ঢেউ ।
তোমায় আমি করতে চাই সিঁদুর পড়ানো বউ।।


~~বিদ্যুৎ বরণ
০৯/২/২০২৩