ঘুমের ঘোরে বিভোর সবে
পঁচিশে মার্চ রাতে,
পাক বাহিনী ঝাঁপিয়ে পড়ে
অস্ত্র নিয়ে হাতে।


নির্বিচারে মারতে থাকে
অপরাধ নেই জানি,
এইতো ছিল কালো রাত্রি
ঝড়ে চোখের পানি।


আটক করে মুজিবকে ভাই
ভরে কারাগারে,
বাঙালিরা বীরের জাতি
কাউকে নাহি ছাড়ে।


লড়াই করে ন'মাস পরে
হাসলো নতুন রবি,
বিশ্ব দ্যাখে মানচিত্রে ভাই
বাংলাদেশের ছবি।