মেঘগুলো সব কালো হয়ে ভুতের মতো সাজে
বোশেখ মাসের ব্যস্ত বিকেল কৃষক শ্রমিক কাজে।
দাদু এবার হাঁক ছেড়ে কয় ওরে! তোরা দ্যাখ
একটু বাদে ছুটবেরে ঝড় মেঘ দিয়েছে ডাক।
ভীষণ ঝড়ে ধুলোর পাহাড় ভাঙে আমের ডাল
উড়ে গিয়ে খালের পাশে পড়ে খড়ের চাল।
ঝড়ের শেষে খোকাখুকি আম লিচুর অই তলে,
গামছা ভরে ঝরা আমে মাকে নিয়ে বলে।
খানিক ঝড়ে ওলটপালট গাঁও গেরামের দেশ,
কৃষকের ক্ষেত দেখতে লাগে পাগলী বুড়ির কেশ।
একটা ঝড়ে পাল্টে যে যায় মানব জীবন কত
বাকি জীবন হয়না তেমন হয়না পূরণ ক্ষত।