বোশেখ এলো তালের পাতায় শীতল বাতাস নিয়ে,
খোকা খুকুর রঙিন জামা গায়ে তাদের দিয়ে।
বোশেখ এলো ফুলের বনে মিষ্টি মধুর ঘ্রান,
দেখে দেখে মন ভুলে যায় জুড়িয়ে যায় প্রাণ।
বোশেখ এলো শোভাযাত্রায় হাতি-ঘোড়া-পেঁচা,
জমে গেছে গাঁয়ের মেলা চলছে কেনা বেঁচা।
বোশেখ এলো পল্লী গাঁয়ের  আম কাঁঠালের বনে,
লালন বাউল সুর তুলেছে একান্তে আনমনে।
বোশেখ এলো নতুন আশায় দুখী মায়ের ঘরে,
ঘরখানি তার উঠুক হেসে বিধাতার অই বরে।
বোশেখ এলো হালখাতাতে দোকানীর কী তাড়া,
মিষ্টিমুখে খদ্দের বরণ সাজে দোকান পাড়া।
বোশেখ এলো ঈশানকোনে হঠাৎ কালো ঝড়ে,
একটু পরে শিলাবৃষ্টি ফুলের মতো পরে।