শুনেছি মোর দাদার মুখে
একাত্তরের কথা,
যা শুরু হয়েছিল ২৫ মার্চের
রাত্রি বেলা।


যেখানে  যাকে যেভাবে পেত
পাক বাহিনীর সৈন্যরা,
নির্বিচারে গুলি চালিয়ে
খতম করতো ভন্ডরা।


চোখ বেঁধে বৃক্ষের সাথে
ঝুলিয়ে কতো রাখতো,
বাঙলা কথা বললেই তবে
বুটের আঘাতে মারতো।


ওরা পিশাচ, ওরা হায়না
ওদের ছিলনা মায়া,
ধিক্কার জানাই, অভিশাপ দেই
তোদের নেই ক্ষমা।


৫০ বছর পরেও তোদের
প্রেতাত্মা বেড়ায় ঘুরে,
খামছে ধরে মাঝে মাঝে
লাল সবুজের পতাকা টারে।