বাবার সাথে নৌকা চড়ে
আসতাম কতো হাটে,
সেই হাট যে সবার চেনা
সকাল থেকে পাটে।


নৌকা থাকতো শতে শতে
হাটের পাশে পাশে,
কিছু দোকান বসতো সেথায়
খোলা মাঠের ঘাসে।


সকাল বেলা দোকান নিয়ে
আসতো দোকানদার,
সারি বেঁধে দোকান সাজায়
দেখতে চমৎকার।


বাউকাঠির ঐ মিষ্টি ভালো
খেতে দিতো বাপে,
দশ টাকার এক মিষ্টি খেতে
থাকি ভীষণ চাপে।


হাটে এসে মজায় মজায়
লাগতো সারাক্ষণ,
সবাই কতো আদর করে
ভরে দিতো মন।


সাপের খেলা বাঁদর খেলা
দেখতে মজা বেশ,
ছোট্ট বেলার এমন স্মৃতি
মনে আজ‌ও রেশ।


26/06/2022
বাউকাঠী