মা তোর ওমন নৃত্য দেখে
এসেছে শিব কৈলাস রেখে।
নয়তো তবে ধ্বংস হবে
বসুন্ধরা নয়তো রবে।


মায়ের গলে মুন্ডু দোলে
এলোকেশী চুল যে খোলে।
রক্ত গঙ্গায় যাচ্ছে ডুবে
মা'কে আজ তো বাঁচতে হবে।


শিব বাবাজি সাহস দিতে
নিজের বুক যে দিল পেতে ।
লজ্জা পেয়ে মা যে আমার
জিভ কাটে যে মুখে তাঁহার।


অসুর সকল বিনাশ করে
মা আসেন তাঁর আপন ঘরে।
জয় মা কালী পুজোর বাড়ি
আলোর ঝিলিক সারিসারি।


বরিশাল, বাংলাদেশ।