কোজাগরী লক্ষ্মী এলো
সনাতনীর ঘরে,
উলুধ্বনি শঙ্খ বাজে
মর্ত্য চরাচরে।


লক্ষ্মী মা যে এলো আবার
ধন সম্পত্তি নিয়ে,
দুর্গা মায়ের লক্ষ্মী মেয়ে
সেবি ভক্তি দিয়ে।


তাঁর আশীষে ফকির রাজা
হয় যে ধরাধামে,
রোষানলে পড়লে তাঁহার
শূণ্য ডানে বামে।


পদ্ম ফুলে খুশি মা যে
খুশি লক্ষ্মীর পেঁচা ,
শুদ্ধ মনে করলে পূজা
বাড়বে কেনাবেঁচা।


এসো গো মা  লক্ষ্মী তুমি
নতুন রূপে সেজে,
ঘরের লক্ষ্মী হয়ে তুমি
থেকো জীবন মাঝে।