স্বাধীন বাংলার তরে সেদিন
ঝাঁপ দিয়েছে রণে,
আরাম আয়েশ ভুলে গিয়ে
ঘর বেঁধেছে  বনে।


মায়ের জন্য স্বাধীনতা
আনতে হবে কিনে,
দামাল ছেলে রক্ত দিয়ে
নিশান আনে ছিনে।


মা মাটি দেশ সবার উপর
মায়ের মত আপন,
জীবন দিল লক্ষ শহিদ
হয়নি তাঁদের দাফন।


মাটির বুকে ঘুমায় আছে
আমার শহিদ ভাই,
বাংলা আমার ভালোবাসা
সবার সেরা তাই।


বিজয় এলো মায়ের কোলে
পেলাম স্বাধীনতা,
এই বিজয়কে শ্রদ্ধা মম
মনে উদারতা।


বিজন বেপারী
ঝালকাঠি সদর, ঝালকাঠি।
বরিশাল।