দুপুর বেলা ঘুমের ঘোরে
স্বপ্ন দেখি মা'রে,
বলছে এসে ডেকে ডেকে
ভুল যে বুঝলি মোরে।


মর্ত্তবাসী কষ্টে আছে
পায়না খেতে রোজ,
অভাবের এই সংসারেতে
কেমনে খাব ভোজ?


তাইতো আমি এলাম না'রে
ভাসলাম আঁখি জলে,
আমায় দেয়া অর্ঘ্যে তোদের
যেন দু'দিন চলে।


তোরা যদি সুখে থাকিস
তবেই আমার সুখ,
আসছে বছর দেখা হবে
দেখবি মায়ের মুখ।