পথের ধারে মাথা তুলে
তাক ধিনাধিন নাচে
শরৎ দিনের প্রতিটি ক্ষণ
ডাকে আমায় কাছে।


কীঃ মনোহর তোমার মায়া
আলতো কাশের ফুল
কাশের বনে কাশ কন্যারা
ওড়ায় ওদের চুল।


জড়িয়ে তারে ভালোবাসে
নিখাদ প্রেমের ছবি
বসে বসে নদীর বাঁকে
পদ্য লেখেন কবি।


মন ছুঁয়ে যায় আকাশের নীল
শুভ্র মেঘের ভেলা
নিসর্গতে চলছে মধুর
ঋতু ভেদের খেলা।