আষাঢ় মাসের পূণ্য ক্ষণে
আসেন যে তিন জন ,
বলরাম, কৃষ্ণ ও সুভদ্রা
রথের যাত্রী হন।


বিকেল বেলা রথের দড়ি
টানতে সবে যান,
রাস্তার ধারে ভক্ত গণে
মিলে শান্তি পান।


দড়ি নিয়ে টানাটানি,
প্রসাদে হয় কাড়াকাড়ি।


নেচে গেয়ে রথে চড়ে
বৃন্দাবনে যান,
ভগবানের রথের দড়ি
একটু ছুঁতে চান।