খোকার হাতে গ্যাসের বেলুন
হঠাৎ উড়ে যায়,
অবাক হয়ে গগন পানে
খোকা কষ্টে চায়।


কান্নাকাটি করে খোকা
বেলুনটার ঐ তরে,
যেন খোকার জীবনটা আজ
আঁধারে যায় ভরে।


জীবন নামের রঙিন বেলুন
যেদিন যাবে উড়ে,
সব লোকেতে চেয়ে রবে
তোমার বদন প'রে।


খোকার মতন কাঁদবে তখন
যত শুভাকাঙ্ক্ষী,
ততক্ষনে তোমায় নিয়ে
স্বর্গে উড়ালপঙ্খী।