সেই ছেলেটি ছিল বলে
বট বৃক্ষের মত,
শেষ বিন্দু রক্ত দিয়ে
যুদ্ধে থাকে রত।


সেই ছেলেটি মানুষ নয়
অন্ধকারের শশী,
তোমার অমর বাণী শুনে
জীবন রাখে বাজি।


সেই ছেলেটি ছিল বলে
সোনার বাংলা হাসে,
কৃষক শ্রমিক সব জনতা
অস্ত্র হাতে ছোটে।


সেই ছেলেটি ছিল বলে
গণ জোয়ার আসে,
জয় বাংলা বাংলার জয়
কণ্ঠে কণ্ঠ ভাসে।


সেই ছেলেটি ছিল বলে
স্বাধীন বাংলা জোটে,
এমন মন্ত্রে দীক্ষা দিলেন
৭ই মার্চের মাঠে।