শরৎ এলো শরৎ এলো
শুভ্র মেঘ হাসে,
নদীর ধারে কাশ বনে
মধুর ছোঁয়া লাগে।


শিউলী তলায় হাসবে ফুল
দুর্বায় শিশির বিন্দু,
প্রকৃতির এই রীতি মালায়
চলছে কত কিছু।


সাতলার বিলে শাপলা ফোঁটে
শরৎ তুমি এলে,
মনের মানুষ মুগ্ধ হয়
তোমার মাঝে ভেসে।


ধানের ক্ষেতে দোলা লাগে
মধুর সমীরনে,
কী অপরুপ শোভা জাগে
কাব্য ওঠে মনে।


এই রোদ এই বৃষ্টি
এইতো তোমার খেলা,
বহুরূপী শরৎ তুমি
সবার ভালোবাসা।


ঝালকাঠি
তাং-১/০৯/২০২১