ত্রিলোকের কর্তা তুমি
ভোলা মহেশ্বর,
তুমি আছো পৃথ্বী মাঝে
হয়ে যে ঈশ্বর।


ব্রহ্মা,বিষ্ণু,শিব নিয়ে
ত্রিদেবতা জানি,
তুমি তো সবার গুরু
ইহলোকে মানি।


মরা গাছে ফুল ফোঁটে
তোমার নজরে,
জন্ম-মৃত্যু তব কর্ম
শংকর ভজরে।


শিব পুরানের মতে-
এই শিব রাত্রি,
প্রলয়ের নৃত্য আর
বিয়ে হর-গৌরী।