দেহের রক্ত,জল ঝরিয়ে
শিক্ষা দেন গুরু,
অন্ধকার ঘর আলোয় ভরান
প্রাথমিক থেকে শুরু।


স্বার্থ ত্যাগী এমন মানুষ
শুধুই আলো ছড়ান,
বিনিময়ে শুধু তিনি
সম্মানটুকু চান।


ছাত্র যত‌ই হোক না বড়
নাহি হিংসায় জ্বলেন,
শুধু মাত্র বুকটা ভরে
আশীর্বাদ‌ই করেন।


ছাত্রের সাফল্যে ‌তিনিই বেশি
আনন্দে মন ভরেন,
নিজের দুঃখ নিজের ব্যথা
অন্তরে ধরে রাখেন।