যে গান শুনে শ্রদ্ধা আসে
বুকটা ওঠে কেঁদে,
আমার ভাইয়ের রক্তে লেখা
কবির অনেক জেঁদে।


প্রভাত ফেরীর মলিন চলন
কন্ঠে করুন সুর,
প্রাণটা কাড়ে এমন করে
হারিয়ে যাই দূর।


এক গানেতে বিশ্ব বিজয়
তাজা প্রাণের দামে,
রফিক শফিক তাঁদের পথে
আজ‌ও যুবক নামে।


যে বীজ গেলে রোপণ করে
বাঙালিদের ঘরে,
ছোট্ট সে গাছ ফুলে ফলে
ঝিকিমিকি করে।