ছুটছে মানুষ সকাল দুপুর
খেয়ে নাইবা খেয়ে,
ঘরের শিশু কাঁদছে ক্ষুধায়
ঝড়ছে অশ্রু বেয়ে।


গরীব দুখী ঋণের চাপে
ভঙ্গুর হয়ে গেছে,
দিন শেষে যা কামাই করে
মহাজন নেয় সেচে।


কিস্তির টাকা দিতে হবে
টাকার জল্লাদ ওরা,
ওদের পিছে আছে যারা
আসল সুদখোর তারা।


সমাজটা আজ যাচ্ছে পাল্টে
কেউ দেখে না দুখ,
নিজে পাপের ওজন বাড়ায়
কারণ, খোঁজে সুখ।


টাকার ব্যবসা শিখছে ওরা
মানবতা নয়,
সকাল সাঁঝে দুপুর রাতে
টাকার কথা কয়।


ওদের হাতে জিম্মি হয়ে
হারায় হালের গরু,
গরীব দুখীর জীবনটা আজ
যেনো তপ্ত মরু।