রোজ সকালে এক চা-চামচ বিলেতি মদ পাকিস্থান।
অল্প করে গুলিয়ে নেবেন।সাথে নেবেন হালকা জ্ঞান।।
খবর কাগজ টুকরো করে মগজ সাথে মিশিয়ে।
চায়ের কাপে অল্প করে শব্দ নেবেন গুছিয়ে।।
অল্প একটু সোনা মেশান,দুধ ঢেলে দিন গরু'র গায়।
ছাত্র পেটান, রক্ত ঝরান, উঠে আসুন কবিতা'য়।।
এবার আপনি কাজ ভুলে যান। ধর্মঘটের জল নিয়ে-
হিন্দুবাদের বিছানাতে সব ঢেলে দিন রোজ গিয়ে।।
বুদ্ধিজীবীর বুদ্ধি বিচার কোনোভাবেই না দেখে।
মনের মাঝে দেশাত্ববোধ খুব সুলভে নিন এঁকে।।
জে এন ইউ, যাদবপুরে ছাত্র করলে রাজনীতি।
একটুখানি পুলিশ ঢেলে  করতে হবে সৎ-গতি।।
দেশের চুরি পরলে ধরা পুলওয়ামাতে দিন ঢেকে-
একটা মিনিট ফুটিয়ে নিন রবীন্দ্রপ্রেম সংগীতে।।
অমর্ত্যদের মর্তে নামান অর্থনিতি নিপাত যাক।
পেয়াজ থাকুক গাড়ির ধোঁয়ায় ধর্ম তবু বেঁচে থাক।।
আর এক কাপ চা নিয়েই নিন। রেসিপিতে প্রয়োজন।
খবর চ্যানেল চালিয়ে নিয়ে দেখুন দেশের বিজ্ঞাপন।।
দু-তিন মিনিট ফুটিয়ে নিয়ে, লবন দেবেন অজ্ঞাতে।
ভোট ঢেলে দিন ছুটির আলোয়  দেশের শরশয্যাতে।।
রেসিপিতে হিন্দু কুঁচি সবার শেষে সাজিয়ে দিন ।
আমেরিকা-ইরাক ঘরে বারুক দেশের শত ঋণ।।
ওসবে মাথা না ঘামিয়ে রেসিপিটা চলতে থাক।
ডাক্তার যাক রক্ত মেখে, দুর্গাপূজায় বাজুক ঢাক।।
রেসিপিতে আগুন কোথায়? রান্না হবে কি দিয়ে?
গ্যাসের ভীষণ দাম বেড়েছে,দেশের আগুন নিন নিয়ে।
   (১১-০১-২০২০লেনিনগড়)