মানুষের ভিড়ে আমি নিঃসঙ্গ হাঁটি
কথা বলি একা একা অস্ফুট স্বরে
নগর ছুঁয়েছে নয়া জীবনের পাতা
ঝাঁঝালো সে হাওয়া এসে ঢুকে অন্তরে।


পুরাতন পাট থেকে কেউ হেসে ওঠে
বুকের আয়না ধরে রাখে তার মুখ
কিছু আলো কিছু ছায়া উঠে ঝলকিয়ে
গ্রিলের জানালা ভাঙে চোখ উন্মুখ।


দূরে তো দেখি না তবু প্রিয় কারো ছায়া
মেঘ আসে, রোদ আসে আসে ঐ ট্রেন
সিরামিকে আলো হাসে লাল-নীল রঙে
কার কাছে রাখি তবে সব লেনদেন?


৩১ শ্রাবণ, ১৪২৮
ধুপখোলা, গেন্ডারিয়া, ঢাকা।