কটন মেঘের ছায়ায় হেঁটে ঘাসের উপর রং রেখে যাও রঙ্গবতী
হালকা হাওয়ার ছোঁয়ায় ছোঁয়ায় উড়ছে মৃদৃ তোমার গায়ের খিমার
আমার দু চোখ কোন আগুনে ডুবাও তুমি, পোড়াও কোথায়? কোন সে মোহের বারে?
টেবিল জুড়ে ফ্যানের বাতাস উল্টিয়ে যায় পাঠকবিহীন খবর ঠাসা কাগজ-
বাজার জুড়ে দাম বেড়েছে পণ্যসবের, লাশ পড়েছে মেঘনা নদীর বাঁকে, আগুন লেগে ছাই হয়েছে স্বপ্নসহ নিম্নবিত্ত, শিল্পপতির কী গিয়েছে; ময়লা টাকার দামী যন্ত্র-মেশিন?
আমি তোমার অনুবাদে, বিশ্লেষণে মজতে না চাই, তবুও দেখছি; হাঁটছো মেয়ে কাব্যভরা
ছন্দময়ী সঙ্গবতী; কোন সাগরে স্নান করেছো নির্লিপ্তা অনুভবা! মান করো না এড়িয়ে চলো
যায় না বোঝা দিলরুবা ও, একটু শোনো। হঠাৎ করে কাপ-পিরিচের শব্দে দেখি উড়ছে ধোঁয়া চায়ের ওপর!!