বিদ্যার সাগর তুমি, করুণার সিন্ধু তুমি,
তুমি একদা ছিলে এই ধরণীতে,
তাই ধন্য আজও, এই মানব জন্ম-ভূমি |


নারী জাতির মহান কল্যাণ-ব্রতে,
তোমার নিবেদিত প্রাণ কর্ম-যজ্ঞ,
করে গেছে যে সমাজ সংস্কার,
তার মাঙ্গলিক আলোকে দূরীভূত,
বহুদিনের, যত অন্ধ কুসংস্কার |


আজ তোমার শুভ জন্ম তিথীতে,
অর্পণ করি অন্তরের বিনম্র শ্রদ্ধাঞ্জলী,
ধ্রবতারার মত, আমাদের দিও পথ-নির্দেশ,
যেন সুস্থ্য থাকে এই সমাজ ও ধরণী |


২৬-শে সেপ্টেম্বর, ২০২৩