মা দূর্গার আগমনে,
খুশীর দোল সবার মনে,
কাশের  বন হাওয়ায় দোলে,
শিউলি ফুল  গন্ধ  ঢালে ।
নীল আকাশে মেঘের ভেলায়,
উদাসী মন দূর  পাড়ি দেয় ।
সবুজ রাঙা  ধানের ক্ষেতে,
রৌদ্র  ছায়া  খেলায় মাতে ।


মা  আসছেন শারদ  প্রাতে,
লক্ষী, সরস্বতী, কার্ত্তিক ও  গনেশ  পাশে,
সিংহমশাই ও আছেন সাথে ।


ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ায় -
কাঁসর  ঘ্ন্টা, ঢাকের বোলে,
শঙখ ধ্বনি  ও  মন্ত্র  পাঠে, পূজো হবে সাড়ম্বরে,
ছোটো বড় সবাই মিলে ।


অশুভ  শক্তি  যত বিলীন হয়ে,
সবাই যেন  ভাল  থাকে -
আমার দূর্গা  মায়ের  আশীর্ব্বাদে ।।