রাত্রির বুক চিরে নিজস্ব নক্সাতে বিচরন করি,
মনের ক্যানভাসে ভালোবাসার নির্যাস রঙে
রাঙাই অাপন কল্পনা।


হারানো নানা রঙের দিনগুলি দেখি মনের জাানালা
খুলে...
একদিন মেঠো অাল পথ ধরে অাসবে ভাবনার
রঙ তুলি ।


দু হাত তুলে অাটকাবো মনের হারানো ছবি গুলো...
বুকের ভিতর জেগে থাকা স্বপ্ন ।
জিবন খাতার প্রতি পাতাতে থাকবে অ্যালবামের
ছবি হিসাবে...।


যদি সব রঙ অাকাশে মিশে অন্তরিত থাকে?
সব কালো রাত্রি দিনের সোনালি রোদ্দুর হিসেবে
অাসে ,
তার জন্য অামার অ্যালবাম প্রতিক্ষা করে থাকে
সারারাত...