গত হল দিনগুলি;
দিনগুলোকে বাস্তবের শেকলে বন্ধন দিতে পারিনি।
পারিনি স্বপ্নের চাদরে ঢাকতে।
অাগামি দিনগুলি কাছে অাসবে কিভাবে
তাও জানিনা।
তাই ভাবনার দুরবিন হাতে বসে থাকি
নির্জন অাঙিনতে।
অপেক্ষার বাগিচাতে ফুলগুলো শুকনো হতে চলেছে...
জল দেবার মালি নেই।
নেই পরিচর্যার উপকরন।
তাই সাহস পাই নি ভাবনগুলোকে অগ্রসর করতে।
পরিমাপ করিনি ভাবনার ফসলের কথা।
কল্পনার ক্ষেতে বুনতে চাই না ভাবনার অঙ্কুর।
সমস্যার দুষনে অঙ্কুরিত ভাবনাগুলি মারা যেতে চলেছে
সুপ্ত অবস্থাতেই।
তবুও চেষ্টা করি অঙ্কুররিত ভাবনাগুলিকে
সরলবর্গের রুপ দিতে...।