তোমাকে ডাকি অাঙ্গুল বা অঙ্গুলি নামে,
তোমার অজস্র কাজ এই ধরাধামে।
প্রতিবাদি হও যখন সোজা হও,
অঙ্গুলি উত্তোলন নামে কথা কও।
তুমি বিগ বস্ হও যখন হেলিত থাকো,
অঙ্গুলি হেলন নামে দুলতে থাকো।
হঠাত্করে প্রাপ্তি যোগে বিত্তশালি হও  যখন,
অঙ্গুলি ফুলে কলা গাছ নামে তোমার বিচরন।
কার্যসিদ্ধি লাভে প্রবচনিত থাকো,
সোজা অাঙ্গুলে ঘি না উঠিলে তুমি বাকো।
মাপে পরিমাপে অটুট থাকো,
বিদ্যে নাম রুপে কিম্বা বদ্ধ অাঙ্গুল রাখো।
গভিরতার শিহরন দিতে তুমিই পটু,
সিধা যাও অতল তলে থাকে যতটুকু।
বাতিল বলে বোঝাও না' কক্ষনো না,
দুলতে থাকো এদিক-ওদিক যাবার মন্ত্রনা।