শঙ্খের মঙ্গল ধ্বনি বাজে ;
নিজ বিবেক মন্দিরের মাঝে।
সোজা পথে চলবো ;
এই মোর শপথ পাঠ।
যারা অাপাদমস্তক অবিবেচকের অাশ্রিত,
যারা লুন্ঠন করে ...
তারা অামার প্রতিদ্বন্দ্বি না।


িক করলাম কি পেলাম?
জিবন খাতার হিসেব মেলাই না।
সামনে যাা দেখি-
অগ্রসর হবার জন্য একটু পা চালাই।


নিজেই পরিমাপক হবো;
নিজেই নিজের প্রতিদ্বন্দ্বি হবো।
মানবিক মুল্যবোধের চুলচেরা বিচারক হবো,
অার নিজেকে অালোর পথের যাত্রি করতে
নিজেই নিজের  প্রতিদ্বন্দ্বি রুপে থাকলাম।