মানছি আমি অভাব কবি
          স্বভাব কবি নই
আমার কোনো নেই উপাধি
          নেই কবিতার বই।


দেখতে পেলে সামনে কিছু
          দু হাত দিয়ে ধরি
শিল নোড়াতে থেঁতলে বেটে
          ছড়ার মত করি।


লাইন করে দিই ছড়িয়ে
          ছন্দে দিয়ে মিল
ইঁটের মত কথা গাঁথি
          দিই না কোনো ঢিল।


পদ্য বাড়ি কেমন ওঠে
          তোমরা ভাল জানো
পড়ছ যখন মনটি দিয়ে
          পদ্য বলে মানো।


কারোর সেটা ভাল লাগে
          কেউ বলে বাঃ বেশ
কেউ বা রেগে চেঁচিয়ে বলে
          এই করে সব শেষ।