সবাই জানে       বাঁশ বাগানে
       শেয়াল রাজা থাকে
ইচ্ছে করে         রাত দুপুরে
       হুক্কা হুয়া ডাকে।


গোঁফটি পুরু      নাকটি সরু
       লেজটি খাড়া না কি
চক্ষু দুটি           মারছে উঁকি
       বুদ্ধি যেন ঢেঁকি।


যেই দেখেছে      মাচায় গাছে
       ঝুলছে আঙুর ফল
অমনি লোভে      ঝরছে জিভে
       এক বালতি জল।


কিন্তু এ বার       ভাগ্যের মার
       আঙুর ঝোলে উঁচু
নেই কোনো মই  খড়ের পালুই
       উপায় তো নেই কিছু।


যতই লাফায়      নাগাল না পায়
       ভাগ্য খোলে না যে
এই বারে ভাই    বুদ্ধি বড়াই
       লাগলো না তো কাজে।


দম ফুরিয়ে        হাঁফ ধরিয়ে
       বুক করে ধ্বক ধ্বক
যাই বল ভাই     পালাই পালাই
       আঙুর ফল তো টক।