শান্ত সকাল        গাল দুটো লাল
         ঠান্ডা কুয়াশাতে
সস্তা চাদর         ঠান্ডা আদর
         ফল তো হাতে হাতে।


ঘরের কুঁড়ে        ছাদটা ফুঁড়ে
         আসছে উড়ে উড়ে
শব্দ মাতাল        হাল যে বেহাল
         রাস্তা ঘুরে ঘুরে।


এই যে স্মৃতি      স্পর্শ প্রীতি
         রক্ত ঝরে ঘামে
ঘুর্নি হাওয়া        বসতে চাওয়া
         মত্ত চলা ও থামে।


আলতো ঘাড়ে     চওড়া পাড়ে
         ঝিলিক খেলে সোনা
মন পড়ে না        চোখ টানে না
         হাতে আঙুল গোনা।


লাল টিপে তার    গাল ভেজে না
         সোঁদা হাতের ছাপ
অস্ত রবির          ব্যস্ত বাতিক
         আঁধার গলির মাপ।


কাজ ভোলা মন    যখন তখন
         উছলে ওঠে বাই
তোদের মত       আমার তো আর
         ও সব কিছু নাই।