নীল সাদা ডোরা কাটা বাঘ
         ওত পেতে জঙ্গলের দেশে
সাথে তার চিল শকুনিরা
         নাট্য করে হায়নার বেশে।


ত্রস্ত পায়ে নধর হরিনী
         এড়ায় না শ্বাপদের চোখ
প্রজাপতি সখী ওরা ঝাঁকে
         চারিদিকে দেখে কত লোক।


তবু শনি মঙ্গলের দোষে
         নেমে আসে অন্ধকার মেঘ
সাইক্লোন ঝড় আমফান
         দিশা হীন বাতাসের বেগ।


শ্বাপদের এই মহা ভোজ
         ছিঁড়ে খায় হরিনীর লাশ
নেশা মত্ত পেশি আস্ফালনে
         রক্তে তার ভিজে যায় ঘাস।