আমাদের গৃহস্থলি জীবন জেনে গেছে  
কী ভীষণ মনুষ্যত্ব নিয়ে ডেকে ওঠে পাখি ।
গভীর রাতে পাখি ডেকে উঠলে -
ভেসে ওঠে আতঙ্কের ছবি  
এই বুঝি কুমারী মা গর্ভপাত ঘটালো
কোন কুন্তীর জরায়ূ ছিঁড়ে জারজ কর্ণ জন্মালো।  
আর আমি গোপনে স্নায়ুতে স্নায়ুতে রক্তচাপ বাড়িয়ে
একটা মহাযুদ্ধের কথা ভাবি।  


নরম রোদের কোশগুলি জানে  
কী ভীষণ মমতা নিয়ে ডানা মেলে পাখিরা ;
এইসব পাখিরা শেকলে পরাধীন আজও  
তুমি তো জানো মৃত্তিকা -
কীভাবে প্রত্যেকটি পাখির ডানায়  
সাবলীল মুক্তির শব্দগুলি ঝরে সারাবেলা।  
তাই ; পাখি আর মানবীর মুখের কোন তুলনা কর না ;
পাখির চোখ কত সংবেদী -
আমাদের মনের ভেতর ভাবনার শব্দগুলি  
পড়তে পারে অনায়াসে।


আমি চাই -
এই ক্রন্দসী জুড়ে ওদের অবাধ চলা
কারন ; পৃথিবীর প্রত্যেকটি পাখির নাম
আমাদের স্বপ্নের এক একটি ভারতবর্ষ।


Bikash Dash
35/3/1 Baksara road
Baksara ; Howrah -711110