না তুমি ফিরলে ক'দিন পর
আমার তখন বাগান গেছে পুড়ে  
না হয় তোমার রুক্ষ কথা গুলো
লজ্জা পেয়ে হঠাৎ গেল উড়ে ।  


নখের আঁচড় কাটছো লাজে তুমি
ভুলের কত রকমফের হয়
সাত সকালে মেসেজে নেই তুমি
ভুলের ভেতর জন্ম নিল ভয়।


না হয় আর বসবে নাকো পাশে
লেখার খাতা রইবে ফাঁকা রোজ
তোমার এখন হাজার অজুহাত
রাখো না আর আগের মতো খোঁজ।  


আগে তুমি আমার পিছু লেগে
বুনে ছিলে আপন ফসল দানা
যাই বলো আজ বাজে বিশেষণে
আমি আর হচ্ছিনে রাতকানা।  


এত রাতের গোপন কতা গুলো
শিশির হয়ে ঝরবে ঘাসে ঘাসে
ফিরবে যখন কৃষ্ণচূড়া ফুলে
আমি তখন থাকবো নীলাকাশে


বি কা শ।  দা শ
৩৫/৩/১ বাকসাড়া রোড
বাকসাড়া ; হাওড়য়
৭১১১১০