গভীর সমুদ্রে যে মুখ একবার ডুবে যায়
সে মুখ তুলে আনা সহজ কর্ম নয়  
তবু জেগে থাকে -
উঠোন জুড়ে স্যাঁতা পড়া দাগ ; আর -
অস্পষ্ট শিলালিপি ঘরময় ।  


এখনও দু-চোখে লগ্ন হয়ে আছে  
সেই সব ছবি অজন্তার  
তাই তুমি হলে নীল নির্জনের একলা বাতিঘর।  
আমি শুধু অনন্ত রবিবার ।


এখনও বিষাদের ঘরে নোনা মাটি
সেই মাটি জুড়ে তক্ষকের ঘর -- মন্দ অসুখ  
ভেঙ্গে যাই নিয়ত শব্দ নিয়ম
ভেঙ্গে পাই তোমার অক্ষত মুখ।  
তুমিতো জানি মৃত্তিকা -
না ভেঙ্গে - ভেঙ্গে যাওয়া
আমার পুরাণো  অসুখ।।  


Bikash  Dash (দাশ)
35/3/1 Baksara Road
Baksara ; Howrah -711110