১৯শে মে
বিকাশচন্দ্র সরকার


বরাক সেদিন জেগে উঠেছিল বলেই
তার সবুজ উপত্যকায় 'ওরা' ঝরিয়েছিল রক্ত।
'ওরা' চিরকাল রক্ত ঝরায়
স্বপ্নের গন্ধে যেমন-
চেতনা ঝরায় অশ্রু।


মা'র বুলি ঠোঁটে মেখেছিল বলে
বর্ণ ছুঁয়েছিল বর্ণের হাত
আলিঙ্গনের কঠিন উত্তাপে।
'ওরা' বুলেট চালালো
লাশের মিছিলে মৃত্যু পরোয়ানা,
'ওরা' চিরকাল বুলেট চালিয়ে যায়।


কমলার ঝাঁঝরা করা বুক
সেদিনও মাকে ডেকেছিল 'মা'।
শচীন্দ্র, বীরেন্দ্র, সত্যেন্দ্রর স্থির চোখে
সেদিনও ফুটেছিল আশা।
অধিকারের তীব্রতায় সেদিনও
কানাইলাল, চন্ডিচরনকে একা ফেলে যাই নি।
কুমুদের মতো ব্যাথা, যন্ত্রনা হয়ে ঝরেছিল
হীতেশ আর তারিনীর বুকে।
সুনীলের হাহাকারে, পিঠ নয়
বুক পেতেছিল সুকোমল প্রাণ।


আমার বাংলা
এসো, প্রাণে প্রাণে কথা বলি আজ।
আমার বাংলা
এসো, দৃঢ়তায় বাঁধি শত ঘর।
আমার বাংলা
এসো, বীরত্বের ইতিহাস গড়ি।
আমার বাংলা
এসো, সৃষ্টির আকাশে ডানা মেলি।