আগুন কবিতা
বিকাশচন্দ্র সরকার



একটু উষ্ণতা পেলে,
ধমনীর নোনা স্রোতে
সভ্যতা ফোটে।
একটু উষ্ণতা পেলে,
আমি তুমি আজো মিশি
সাগর সঙ্গীতে।


ঋতু রঙে ভেসে যাই
গতিময় পথ,
অবসর আসে না তো
বাঁধে না তো ঘর।
চোখে চোখ পড়ে না তো
ভাষাহীন কথা,
সবটুকু ছুঁয়ে থাকি
মোহময়ী আশা।


একটু উষ্ণতা পেলে,
পাশাপাশি বসি রোজ
জ্যোৎস্না সলিলে।
একটু উষ্ণতা পেলে,
শ্রাবণে পলাশ কলি
আলপনা আঁকে।


এলোমেলো স্মৃতি পটে
নতুনের ধ্বনি,
সব হারানোর সুখে
জীবন প্রগতি।
বেলা বয়ে যায় দিন
অচেনায় চেনা,
একদিন সাঁঝ বেলা
কী ভীষণ একা।


একটু উষ্ণতা পেলে,
সুর ওঠে ঠোঁটে রোদ
নতুন সূচনা।
একটু উষ্ণতা পেলে,
সানাইয়ের রেখা রূপ
বর্ণ কবিতা।