ভয়
বিকাশচন্দ্র সরকার


ওরা জানে,
যদি আমরা ভয় পেয়ে
জানালা দরজায় খিল আটি,
প্রশস্ত পথ ওদের খুলে যাবে।


ওরা জানে,
দু-ফোটা রক্ত, ওদের রাস্তা ছেড়ে দেবে।
একটা লাশ, ওদের ছেড়ে দেবে সিংহাসন।


ওরা জানে,
রাষ্ট্রীয় সুখ ভোগ করার জন্য,
ভয় ধরানো'টা কতোটা জরুরি।


ওরা জানে,
আমি এখন ঠিক কি বলতে চাইছি।
আমার বিবেক, আমার বোধ
আমার প্রসার।


ওরা বোঝে,
আমার নিসপিস করা হাত,
আমার স্বদেশী চেতনায় উদ্বুদ্ধ কন্ঠ,
আমার চেতনায় বিশ্বাসী শব্দমালা,
ঠিক কি চায়।


আমরা ভয় পাই বলেই,
রাজপথে জঞ্জাল জমেছে বিস্তর,
আমারা ভয় পাই বলেই,
গণতন্ত্রের বুকে প্রশ্ন চিহ্ন।
আমরা ভয় পাই বলেই,
সমাজতন্ত্র মুখ ঢাকে নির্বোধ নোটবুকে।


আমরা প্রজাতন্ত্রের ভিতের
এক একটা ইট,
আর ওরা
মেকি রাষ্ট্রীয় রাজা।