লজ্জা
বিকাশচন্দ্র সরকার


রক্ত প্লাবনে ভেসে চলেছে স্বাধীনতা।
আর,
লাশের পাহাড়ে সেজে উঠেছে গণতন্ত্র।
এসো, রক্ত আবিরে স্নাত হই
এসো, বিজয়ী উল্লাসে তান্ডব করি।


বেচা-কেনায় হারিয়ে গেছে মানুষের অধিকার।
আর,
দেশ নয় বিকিয়েছে স্বদেশী সম্মান।
এসো, সরীসৃপের মতো মাথা নত করি
এসো, রাজার বাঁশিতে সুর ধরি।


পাশাপাশি ঘরে থাক বিভীষিকা ছড়া।
আর,
মার কোল খালি করা শোকাহত কথা।
এক বুক আঁধারের মলিনতা ছুঁয়ে
এসো আজ উল্লাস, বিজয়ী মিছিলে।


বারুদে আগুন আজ রাজনীতি খেলা।
আর,
মিথ্যার করতলে সাজানো বাসনা।
এসো, গর্বের ধ্বনি তুলি এ আমার দেশ
এসো, বোমা বন্দুকে হোক শীর্ষ শাসন।


বন্য জীবন আজ নব সভ্যতা।
আর,
মানুষের স্রোতে ভেসে হায়নার থাবা।
এসো, লাশের গন্ধ ঢেকে উৎসবে মাতি
এসো, প্রগতির পথে আঁকি নগ্নতা ছবি।