প্রত‍্যয়ী
       বিকাশ চন্দ্র সরকার


পৃথিবীর বুকে এলে নেমে ছায়া,
          দৃঢ়তায় ফোটে কন্ঠ,
প্রত‍্যয়ী সুরে ভালোবাসা নেমে
           মমতায় ঝরে ওষ্ঠ।
চির-বিশ্বাসে আসে সু-বাতাস
           চিরদিন গাথা কাব‍্য,
ক্লান্ত পথের অমানিশা শেষে
           আসে সু-দিনের দৃশ‍্য।
যুগে যুগে এলো প্লাবন কতো
             দিশাহারা মহামারী,
হাতে হাত রেখে,বন্ধুর সাথে
            মানুষ হয়েছে জয়ী।


এখন আমার পৃথিবী বন্দী
             সংকটে মহাবিশ্ব,
আশার প্রদীপে তবু বাঁচে প্রাণ
             প্রার্থনা গীত মাল‍্য।
চেতনার রঙে বিজ্ঞান ফোটে
             সৃজনে শিল্প-কলা
সেবার দুয়ার মেলেছে সেবক
             গগন চুম্বি বেলা।
চির-নূতনের এলে আলো রেখা
             বিজয় বরণডালা,
আনন্দধারা বিছায়ে দেবে
             ত্রিভূবন জয়গাথা।


নতুনের ডাকে ধরা দেবে প্রেম
            মানবের মাঝে চিত্ত,
বিশ্বাস আছে আমাদের মনে
              ধরা দেবে নব বিশ্ব।
করুন ছায়ায় আজ যে পথিক
             ঘুরে ফেরে সাঁঝ বেলা,
তারো দূয়ারে জ্বালবে প্রদীপ
               বিজয়ী রথের চাকা।